‘অবৈধ দখলকারীরা মানবতাবিরোধী অপরাধী’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৩

অবৈধ নদী দখলকারীরা জাতীয় শত্রু, তারা মানবতাবিরোধী অপরাধের চেয়ে বড় অপরাধী। সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে অবৈধ দখল উচ্ছেদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। উচ্ছেদকৃত জায়গা যেন আবার দখল করতে না পারে সেজন্য হাঁটার পথ তৈরির পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনাসভায় তারা এসব কথা বলেন। ‘নদীর অবৈধ দখল উচ্ছেদের বর্তমানÑভবিষ্যৎ: আমাদের মতামত’ শীর্ষক সভাটির আয়োজন করে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘বুড়িগঙ্গা নদীতে ৩০ বছর আগে ওজু করা যেত, কিন্তু এখন এর কাছেও যাওয়া যায় না। নদী দখলকারীদের উচ্ছেদের পাশাপাশি রাজধানীর মল নিষ্কাষনের জন্য ব্যবস্থা রাখতে হবে। এতে রাজধানীর নদীগুলো তার আসল রূপ ফিরে পাবে।’ অবৈধ দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘বিগত ৫০ বছরে বাংলাদেশের বহু নদী অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ পানি প্রবাহ কমেছে, এরই সঙ্গে বাংলাদেশে চার ফিট পনির স্তর কমে গেছে। রাজধানীর আশপাশে ২২০ কিলোমিটার নদীর ১২০ কিলোমিটার অবৈধ দখল অবস্থায় রয়েছে। তার মধ্যে ১৬০টি বহুতল ভবন, ৮৫০টি একতলা বিশিষ্ট ভবন ও টিনসেড ভবন রয়েছে।’

সচিব অবৈধ উচ্ছেদ সম্পর্কে বলেন, ‘তড়িগড়ি করে দখলকারীদের উচ্ছেদ করে থেমে থাকলে হবে না, এর জন্য উচ্ছেদের পর ওয়াকওয়ে তৈরি এবং বিভিন্ন ধরনের গাছ লাগানো যেতে পারে, তবেই উচ্ছেদ কার্যকরী হবে।’

অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন মানিক বলেন, ‘প্রধানমন্ত্রী অবৈধ নদী দখল বন্ধে অনেক আগে থেকেই বলে আসছেন, অবৈধ দখলকারীরা শক্তিশালী, তাদেরকে কঠোরহস্তে দমন করতে হবে। সম্প্রতি উচ্ছেদ অভিযানে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে বোঝা যায় সরকারের যে কেউ হোক অবৈধ দখলের ব্যাপারে ছাড় পাবে না। তবে অবৈধ দখলে সুনির্দিষ্টভাবে দেখাতে হবে নদী বা খাল দখল করেছে। অনেকে দখলের অভিযোগ দিচ্ছে অথচ সে জায়গা পৈত্রিক সম্পত্তি।’

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘নদীর অবৈধ দখলকারীরা মানবতাবিরোধী অপরাধীর চেয়েও বড় অপরাধী। তাদেরকে কঠোরহস্তে দমন করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজ্জাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়–য়া প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :