ঢাকায় আসছে জার্মানির সংসদীয় প্রতিনিধি দল

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জার্মানির দুটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল চলতি মাসের শেষের দিকে ঢাকা সফরে আসছেন। তারা মূলত কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ ঢাকার সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনা করার জন্যই এই সফরে আসছেন। 

সোমবার ঢাকার জার্মান দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, জার্মান সংসদীয় দক্ষিণ এশীয় সম্পর্ক বিভাগের চেয়ারম্যান টুবিয়াস প্লুফগার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

অপরদিকে জার্মান সংসদীয় ভাইস প্রেসিডেন্ট ক্লাউধিয়া রথের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলও একই সময়ে ঢাকা আসবেন। তারা ঢাকার সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনা করবেন।

বার্তায় আরও জানানো হয়, তাদের এই সফরে ঢাকার সঙ্গে বার্লিনের সম্পর্ক সামনের দিনে আরও বৃদ্ধি ও শক্তিশালী হবে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এনআই/জেবি)