মেলায় বোরহান খানের কাব্যগ্রন্থ ‘সবুজ প্রেম’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৭

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে তরুণ চলচ্চিত্র পরিচালক বোরহান খানের কাব্যগ্রন্থ ‘সবুজ প্রেম’। লিটল ম্যাগাজিন বা লিটল ম্যাগ চত্বরের ৯৫ নম্বর স্টলের অনুঘটকে মিলবে বইটি। আকর্ষণীয় মোড়ক সম্বলিত বইটিতে রয়েছে ৩২টি কবিতা। বইটির আকর্ষণীয় প্রচ্ছদের কারণে সহজেই সবার মন কাড়বে।

এর আগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বইটির মোড়ক উম্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সদরদপ্তরের ডিআইজি হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ড. মকবুল আহমেদ খান, বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুবিনা মীরা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি ডিএমপি এ.জেড.এম তৈমুর রহমান।

ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘সবুজ প্রেম বইয়ের মোড়কের মতো এর ভেতরের কিছু কবিতাও বেশ ভালো। নতুন লেখক হিসেবে সে ভালো করার চেষ্টা করেছে। আশা করি পাঠকদের ভালো লাগবে।’

লেখক বোরহান খান বলেন, ‘সবুজ প্রেম আমার প্রথম লেখা বই। লেখক বা কবি হওয়ার সাহস আমার নেই। মাঝে মাঝে কিছু মুহূর্ত আসে জীবনে। যখন মনে হয়েছিল কিছু লিখি। সেই লেখাগুলো বন্ধুদের অনুপ্রেরণায় কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশ করা। আর সৌম্য প্রকাশনী যখন আমার লেখার প্রতি ভালোলাগা ও আগ্রহ দেখিয়েছে তখন সাহস আরও বেড়ে গিয়েছিল। বইটি আমার জীবনের প্রথম লেখা এবং এটি ভালোবাসার বই। তাই আমার ভালোবাসার একজন ব্যক্তিত্ব ডিআইজি হাবিবুর রহমান’কে বইটি উৎসর্গ করা হয়েছে।’

বই নামকরণ নিয়ে এই লেখক বলেন, ‘যান্ত্রিকতা ও ইট-পাথরের শহরে বসে অনেক চেষ্টা করেও নাটক বা সিনেমার জন্য কিছু লিখতে পারিনি। কিন্তু যতবার প্রকৃতির কাছে গিয়েছি তখনই সবুজ পরিবেশের সংস্পর্শে বসে লেখালেখিতে প্রাণ ফিরে পেয়েছি। তাই প্রথম বইটির নাম প্রকৃতির সাথে মিলিয়ে সবুজ প্রেম রাখা।’

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :