দিনাজপুরে অস্ত্রসহ ‘জেএমবি সদস্য’ আটক

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৭

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও উগ্রবাদী বই-লিফলেটসহ নিষিদ্ধঘোষিত জেএমবির শীর্ষ সক্রিয় সদস্য নজরুল ইসলাম নূরুল্লাকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন, রবিবার রাতে দিনাজপুরের কোতয়ালি থানার খানপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা নজরুল ইসলাম  নূরুল্লাকে আটক করা হয়। সে সদর উপজেলার খানপুর ভিতরপাড়া গ্রামের ডা.আফতাব উদ্দিন আতার ছেলে। সে নিষিদ্ধঘোষিত জেএমবি সংগঠনের সক্রিয় সদস্য এবং রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য অজ্ঞাতনামা ৪/৫ জন পলাতক আসামির সাথে সশস্ত্র অবস্থায় গোপন বৈঠক করছিল। জঙ্গী সংগঠনে তরুণদের উদ্বুদ্ধকরণ, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহিত অর্থ দিয়ে অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডে তারা লিপ্ত থাকার কথা স্বীকার করে।

গ্রেপ্তার জঙ্গির তথ্য মতে, রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় তাদের একাধিক নাশকতার পরিকল্পনা ছিল। তাদের সংগঠনের সাথে জড়িত অন্যদের ব্যাপারে গোপন অনুসন্ধান চলছে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)