বইমেলায় শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনী

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫১

আল আমিন রাজু, ঢাকা টাইমস

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি প্রতি বছর শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এ বছর প্রথমবারের মত ২০০৮ সাল থেকে ২০১৯ সালের প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোরদের ছবিগুলো নিয়ে বাংলা একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয়তলায় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সোমবার বিকালে ফিতা কেটে প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। এরপর তিনি অতিথিদের নিয়ে প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে ছবি তোলেন।

কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘আমাদের ছেলে-মেয়েদের ভেতরে চেতনা ঢুকেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, . মুহম্মদ শহীদুল্লাহ’র সেই চেতনা ঢুকাতে তাদের বাবা-মায়েরা ভূমিকা পালন করেছেন। তাই তাদের ধন্যবাদ।’

‘আমাদের ছেলে-মেয়েরা যে এই সব ছবি আঁকছে, তাতে তাদের চিন্তা-চেতনা এবং কল্পনাশক্তি সব মিলিয়ে অপূর্ব। আমি বিশ্বাস করি, তারাই ভবিষ্যতে একদিন বড় শিল্পী হবে। সৃষ্টিশীলতা ও কর্মক্ষেত্রে বাংলাদেশের স্বনামধন্য এবং অনেক বড় হবে। তারা তাদের এ সৃজনশীলতার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে পারবে।’    

একাত্তরের মুক্তিযুদ্ধ, বায়ান্নর ভাষা আন্দোলন এবং বইমেলা নিয়ে আঁকা ছবিগুলো পুরস্কারপ্রাপ্ত হয়। ২০০৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত যে সকল ছবি পুরস্কারপ্রাপ্ত হয় সেই সকল ছবি প্রদর্শনীতে স্থান পায়। গত ১১ বছরে ১০৫টি ছবি পুরস্কার অর্জন করে।

পাঁচ বছর বয়সে ২০১০ সালে শিশুকালে আঁকা ছবি প্রর্দশন করা হবে- জানতে পেরে বইমেলায় মায়ের সঙ্গে এসেছে আরিবা শেহরীন। বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়া এই কিশোরী বলে, ‘আট বছর আগে বাংলা একাডেমিতে ছবি এঁকে পুরস্কার পাওয়া আমার ছবিটি প্রদর্শন করা হবে জেনে আমার অনেক ভালো লাগছে। গতকাল রাতে জানতে পেরেছি। সত্যি আমার অনেক আনন্দ লাগছে।’

শিশু-কিশোরদের আঁকা এই ছবির প্রর্দশনী চলবে ২৮ ফেব্রুয়ারি বইমেলা শেষ হওয়া পর্যন্ত।      

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এজেড/এআর)