ভাঙা স্থাপনায় চাপা পড়া কবুতর ছয়দিন পর জীবিত উদ্ধার

কাজী রফিক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৭ | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৯
ফাইল ছবি

উচ্ছেদের ভাঙা হয়েছে বাড়ি। গোছানো ঘর পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। আর তার মধ্য থেকে যা বের করা যাচ্ছে, সেটাই সান্ত্বনা। তাই ভাঙারি বা অকেজো হিসেবে মালামাল বের করা হচ্ছে কামরাঙ্গীরচরের আব্দুর রাজ্জাকের বাসা থেকে।

গত ১২ ফেব্রুয়ারি বিআইডাব্লিউটিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করে কামরাঙ্গীরচরের কুড়ার ঘাট এলাকায়। বুড়িগঙ্গা নদী দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ভেঙে দেয়া হয়। ভাঙা পরে আব্দুর রাজ্জাকের দুই তলা ভবন।

ভবনের একটি ঘরে বসবাস করতেন হিরণ মিয়া নামের একজন ভাড়াটিয়া। উচ্ছেদের সময় দামি মালামাল বাঁচাতে চেষ্টা করেন সবাই। হিরণ মিয়াও একই চেষ্টা করেছেন। কিন্তু সময় স্বল্পতায় সব মালামাল বের করে আনা সম্ভব হয়নি। বের করে আনা হয়নি পোষা কবুতরটিও।

তবে ভাগ্য সুপ্রসন্ন। ঘটনার ৬দিন পর সোমবার বিকেলে জীবিত উদ্ধার হয়েছে পাখিটি। স্থানীয় বাসিন্দা রেজাউল করিম ঢাকাটাইমসকে জানান, উচ্ছেদের পর স্থাপনা থেকে একেএকে ইট-রড সহ যা যা কাজে লাগানো যায় তা আলাদা করা শুরু হয়। ছয়দিনে মাথায় এসে পাওয়া যায় হিরণ মিয়ার কবুতরটি। বলেন, ‘কবুতরটা লোহার খাঁচায় আছিল। খাঁচাটা ভাইঙা গেছে। কিন্তু কবুতরের কিচ্ছু হয় নাই।‘

ঘটনার একই বর্ণনা দিয়েছেন ভবন মালিক আব্দুর রাজ্জাকও। বলেন, ‘ভাঙার পর থেকে লোকজন দিয়া ইটগুলা বের করে নিতেছি। যা যা নেয়া যায় সেগুলা নিতেছি। আজ হঠাৎ দেখি ওরা একটা কবুতর বের করল। কবুতরটা জীবিত। খাঁচায় ছিল, খাঁচাটা ভাঙছে, কবুতরটার কিছু হয় নাই।‘

৬ দিন পরেও কবুতরটি কীভাবে জীবিত আছে এটি নিয়ে তেমন আশ্চর্যের কিছু নেই বলে মনে করেন রাজ্জাক। বলেন, ‘ভাঙার পর খাঁচাটা নিচে চাপা পরছিল। কিন্তু বাতাস যাওয়ার হয়ত রাস্তা ছিল। খাঁচার মধ্যেও কিছু খাবার ছিল, এই জন্যই বেঁচে আছে।’

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/কারই/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে গ্রিস

ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার

যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করবো: স্বাস্থ্যমন্ত্রী

সিজারিয়ান প্রসবের ওপর বিধিনিষেধ আরোপে রাষ্ট্রীয় পদক্ষেপ চায় জাতীয় মানবাধিকার কমিশন

মিয়ানমার সংকট সমাধানে একজনের খুশির জন্য বাকিদের নারাজ করবে না বাংলাদেশ: সেনা প্রধান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা, কমেছে খোলা তেলের

কর ব্যবস্থা সংস্কার করলে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহিত হবে

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী

বৃষ্টিতেও কমছে না তাপপ্রবাহ

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল, আলোচনায় যা থাকবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :