বেলজিয়ামে বসন্ত উৎসব

ফারুক আহাম্মেদ মোল্লা, বেলজিয়াম
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৪

বেলজিয়ামের এন্টারপেন শহরে আয়োজন করা হয় বসন্ত উৎসব। বেলজিয়াম-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবের (বিবিএফসির) উদ্যোগে অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রত্না খান তমা এবং সাধারণ সম্পাদক নিল নুসরাতের সার্বিক তত্ত্বাবধানে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিয়ে উদযাপন করা হয় এই বসন্ত উৎসব।

প্রকৃতির জড়তা কাটিয়ে আসছে ঋতুরাজ বসন্ত। নতুন উদ্যোম, নতুন প্রেরণা নিয়ে ফাল্গুনের বেলজিয়াম অবস্থানরত প্রবাসী বাঙালিদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ ও সচেতনতা তৈরি করাই এই আয়োজনের লক্ষ্য ছিল বলে জানিয়েছেন আয়োজকরা। সার্বিকভাবে সহযোগিতা করেন সংগঠনের সহ-সভাপতি দিলরুবা বেগম মিলি, কোষাধ্যক্ষ রোজিনা মোম, যুগ্ম সম্পাদক ফারজানা আক্তার, প্রচার সম্পাদক নায়লা নাজ সোমা প্রমুখ।

এছাড়াও ছিল শিশুদের জন্য দেশীয় বিভিন্ন রকমের খেলাধুলা।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :