নেত্রকোণায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের টিন বিতরণ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৫

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণের টিন বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে।

সোমবার বিকালে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে এই ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ২৮ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫০ বান্ডেল টিন ও নগদ দেড় লাখ টাকা দেয়া হয়েছে। প্রতিবান্ডেল টিন পিছু ঘর তৈরির জন্যে তিন হাজার টাকা করে দেয়া হয়েছে।

জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মজিবুর রহমান জানান, রাতেই মেরামত করে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

রবিবার ভোরে শিলা বৃষ্টি ও ঝড়ে উপজেলার রামনগর ও চান্দপাড়া গ্রামে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এই ঝড়ে ৩৮টি কাঁচা ও আধাকাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়; ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ হেক্টর বোরো ফসলের জমি । উপড়ে যায় বহু গাছপালা।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :