ইতা‌লিতে অঙ্কুরের নবম প্রয়াস

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৬

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ইতা‌লির প্রথম স্থায়ী শহীদ মিনা‌রের শহর বারি‌তে অনুষ্ঠিত হয়ে গেল অঙ্কুর প্র‌তিযো‌গিতা।

প্রবাসে নতুন প্রজন্ম‌কে গৌরবময় বাংলার ইতিহাস ও কৃ‌ষ্টি সংস্কৃ‌তি জানাতে এ অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হলো ‘একুশ আমার চেতনা’ স্লোগানে অঙ্কুর আয়োজনের ৯ম প্রয়াস।

প্রবাসী শিশুদের ভাষা আন্দোলন ও বাংলাদেশকে জানাতে রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়ো‌জিত অনুষ্ঠানে শিশু-কিশোররা অংশগ্রহণ করে চিত্রাংকন ও আবৃত্তি প্র‌তিযো‌গিতায়।

অনুজ বড়ুয়ার সভাপ‌তিত্বে অনুষ্ঠানে অতিথি উপ‌স্থিত ছিলেন- বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি এস এম করিম, বাংলা স্কুলের ফারজানা আক্তার রোজী, বাংলা এডুকেশান সেন্টারের নাসিমা আক্তার,  রুহুল আমিন।

প্রবীর দাসের উপস্থাপনায় ও জি এম রফিকুল ইসলাম, বিদ্যুৎ বড়ুয়ার সহযোগিতায় অনুষ্ঠানে সিমু আবে‌দিন, হ্যা‌পি বড়ুয়া, অ‌মিত, মাইন উদ্দিন ইমন, হা‌বিবাসহ অ‌নে‌কে উপ‌স্থিত ছিলেন।

এসময় উপ‌স্থিত অ‌তি‌থিরা সেরা প্রতিযোগীসহ সকল‌ শিশু‌কে পুরস্কার প্রদান ক‌রেন।

কবিতা আবৃত্তিতে ১ম মাহমুদুল মুনতাহা মুন, যৌথভাবে ২য় সিমনা হোসেন ও আদ্রিস এবং ইমতিয়াজ ৩য় স্থান অ‌ধিকার ক‌রে।

এছাড়াও বক্তৃতায় ১ম নির্ঝর এবং চিত্রাংকনে ১ম সুজানা, আরজু ২য় ও ৩য় ফাইজাসহ মহিদুল ইসলাম রাজ বিশেষ পুরস্কার গ্রহণ ক‌রে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)