জাপানে প্রবাসী বাংলাদেশ ওম্যান’স অ্যাসোসিয়েশনের চ্যারিটি বাজার

হাসিনা বেগম, জাপান
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৭

জাপানে দ্বিতীয়বারের মতো জাপান প্রবাসী বাংলাদেশি নারীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চ্যারিটি বাজার। আয়োজনটি বাংলাদেশ ওমেন’স অ্যাসোসিয়েশন জাপানের ব্যানারে অনুষ্ঠিত হলেও সর্বস্তরের প্রবাসীরা এতে স্বতঃস্ফূর্ত অংশ নেন।

চ্যারিটি বাজারে মূলত নারী উদ্যোক্তাদের রকমারি পসরার স্টল থাকলেও এর পেছনের কুশীলবদের সবাই ছিলেন নর-রা।

চ্যারিটি বাজার মোট ১৪টি স্টলে নারী উদ্যোক্তারা তাদের পসরা সাজিয়ে বসেন। এসব পসরার মধ্যে ফ্যাশন, বুটিক, বই, ঘড়ি, আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জুয়েলারি, বাংলাদেশি পণ্যসহ জাপানে ঘরে বানানো হরেকরকমের খাবার সামগ্রীর সমাহার ছিল। খাবারের স্টলগুলোতে উপচেপড়া ভিড় ছিল। তবে, স্টল মালিকদের সাথে আলাপ করে জানা যায়, তাদের সকলের লক্ষ্য পূর্ণ হয়েছে।

বাংলাদেশ ওমেন’স অ্যাসোসিয়েশন জাপান আয়োজিত চ্যারিটি বাজারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

বিশেষ অতিথি ছিলেন জাপানস্ত লেবাননের রাষ্ট্রদূত নিদাল ইয়াহিয়া এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত, জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি মাতসুশিরো হোরিগুচি।

শুভেচ্ছা বক্তব্য শেষে স্বরলিপি কালচারাল একাডেমির সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন তনুশ্রী গোলদার বিশ্বাস।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :