নান্দাইলে স্থগিত দুই ইউপিতে ভোট ২৮ ফেব্রুয়ারি

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীমানা জটিলতায় স্থগিত হওয়া নান্দাইল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের ভোট ২৮ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরব।

তবে এক স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলারও অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দিয়েছেন চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফরিদ উদ্দিন। এর আগে নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুল হকের কাছে এ অভিযোগ করেন তিনি। 

অভিযোগে চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন জানান, স্থানীয় বাবুল, মোস্তফা, সুহেল, রাকিব ও ছালাম আমার পোস্টার ছিঁড়ে ফেলে কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা মাহাবুবুল হক বলেন, অভিযোগ পেয়েছি। ভোটের দিনের পূর্ব পর্যন্ত নির্বাচনী মাঠের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে। মঙ্গলবার তারা এ অভিযোগসহ অন্যান্য অভিযোগগুলো সরেজমিনে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)