পিরোজপুরে বিএনপির ২০ নেতাকর্মী কারাগারে

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৬

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নাশকতা চেষ্টার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ূন কবীর, বর্তমান সাধারণ সম্পাদক নাজমুল আহসান কামাল মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ফারুক, সহ-সভাপতি কামরুল আহসান খোকনসহ ২০ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে পিরোজপুর আদালত।

অভিযুক্তরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষে সোমবার দুপুরে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামসুল হক  জামিনের আদেশ নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গত ২৪ নভেম্বর নাশকতার অভিযোগে মঠবাড়িয়া থানার এসআই হমায়ুন কবীর বাদী ৪০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় গত ২১ জানুয়ারি ২০ জন নেতাকর্মীকে হাইকোর্ট চার সপ্তাহের আগাম জামিন দেন।

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল জানান, সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)