‘নিষিদ্ধ’ ধনাঞ্জয়াকে নিয়ে শ্রীলঙ্কার দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৭ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৫

২০১৮ সালের ডিসেম্বরে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিষিদ্ধ করে লঙ্কান বোলার আকিলা ধনাঞ্জয়াকে। অ্যাকশন পরীক্ষার পর কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকে বলে তার নিষেদ্ধাজ্ঞা বহাল রাখা হয়। অথচ সেই ধনাঞ্জয়াকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

আসন্ন ওয়ানডে সিরিজে বাদ দেওয়া হয়েছে দিনেশ চান্দিমালকে। ঘরোয়া ক্রিকেট ও এ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে জাতীয় দলে ফিরেছেন ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। ফেরানো হয়েছে বাঁহাতি পেসার ইসুরু উদানাকে।

আগামী ৩ মার্চ জোহানেসবার্গের শুরু হবে ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজে লঙ্কানদের হয়ে নেতৃত্ব দেবেন লাসিথ মালিঙ্গা।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), অভিক্ষা ফার্নান্ডো, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকবেলা (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ওশাদা ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামাল পেরেরা, ইসুরু উদানা, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাকশান সান্দাকান।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :