ফারহানা তাইরীনের বই ‘মঙ্গল আলোর ছায়া’

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে ফারহানা তাইরীনের আত্মজৈবনিক গল্পগাঁথার বই মঙ্গল আলোর ছায়া। বইটি এবারের বইমেলায় প্রকাশ করেছে শিল্পতরু প্রকাশনী। 

বইয়ের ভূমিকায় লেখক লিখেছেন, ‘আমার জন্মের পর থেকেই একটা বই বের করার ইচ্ছা থেকে বইটি লেখা। এই বইটিতে আমার শ্রদ্ধেয় বড় খালু বিশুদ্ধ লেখক ও অধ্যাপক সরদার ফজলুল করিম এবং আমার আব্বা ডি.জি এম ফজলুল হাই এবং আম্মা অধ্যাপিকা শওকত আরা হাই আমরা এই তিনজন প্রিয় মানুষকে স্মরণ করে লেখা।’

ফারহানা তাজরিনের জন্ম ১৯৭৮ সালে। লেখা পড়া কুমিল্লা ভিক্টোরিয়া মহাবিদ্যালয় থেকে এম.এ।  

সামাজিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিশু উন্নয়ন প্রকল্প বিভাগে সমাজ সেবা বিষয়ে প্রশিক্ষণ নেন।

সাত বছর সিনিয়র অফিসার হিসেবে শক্তি ফাউন্ডেশন ফর ডিএসঅ্যাডভান্টেজ উইমেনে ছিলেন।

বর্তমানে তিনি হারকিউলিস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এজেড)