পাবনায় বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার চাটমোহরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় এক  মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার নাম আব্দুল্লাহ ওরফে জাহিদ (২৮)।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় চাটমোহর উপজেলার আনকুটিয়া তাহের মোড় এলাকা থেকে কুখ্যাত মাদক বিক্রেতাকে আব্দুল্লাহ ওরফে জাহিদকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে জাহিদ তার কাছে কিছু মাদক থাকার বিষয়ে তথ্য দেয় পুলিশকে।

 পরে তাকে নিয়ে রাত তিনটার দিকে তাকে নিয়ে মথুরাপুর সেন্ট রীটার্স হাইস্কুলের পাশে মাদক উদ্ধারে যায় পুলিশের একটি দল।  পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকে ওঁৎপেতে থাকা জাহিদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও আব্দুল্লাহ ওরফে জাহিদ বাম পায়ে গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ২ রাউন্ড তাজা গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয় দুই পুলিশ।

আহত মাদক বিক্রেতা জাহিদ ও দুই পুলিশ সদস্যকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/ওআর