ফাহমিদার সুরে পান্থ কানাই

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৪

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রথমবারের মতো কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর সুরে গান গাইলেন আরেক কণ্ঠশিল্পী পান্থ কানাই। ‘পরীবিবির মাজার দেখো, ঢাকেশ্বরীর ভোজন শোনো/সোনা মসজিদের আজান, শোনো মন দিয়ে/কত রূপ আপন দেশে, দেখো চক্ষু মেলে- কথাগুলোর গানটি ফাহমিদার ‘জীবনের জয়গান’ অ্যালবামের।

প্রখ্যাত কণ্ঠশিল্পী মাহমুদুন্নবীর মেয়ে ফাহমিদা নবীর নতুন এই অ্যালবামটিতে ১৫টি গান রয়েছে। সবগুলোই দেশের গান। এর বিশেষত্ব হলো- সবকটি গানের সুরকারই ফাহমিদা নবী। তারই একটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই।

এ সম্পর্কে শিল্পী বলেন, ‘দেশের গানের একটি প্রজেক্ট। ফাহমিদা আপার সুরে প্রথমবার একটি গান গাওয়ার সুযোগ পেয়েছি। গানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বাংলাদেশে যে অনেক কিছু আছে তাই জানানো হয়েছে। আশা করি, গানটি সবার পছন্দ হবে।’

ফাহমিদা নবীর ‘জীবনের জয়গান’ অ্যালবামটির গানের কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে থাকা ১৫টি গানে পান্থ কানাই ছাড়াও কণ্ঠ দিয়েছেন রফিকুল আলম, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, পঞ্চম, এলিটা করিম, বর্ণ চক্রবর্তী, ঐশী, তাসফি, আঁচল ও ঋতুরাজ। এর মধ্যে ১৪টি গানের সংগীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী এবং অন্যটি পঞ্চম।

ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এএইচ