ডুনেডিনের উইকেট আশা দেখাচ্ছে মাশরাফিকে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৬

প্রথম দুটি ওয়ানডেতে হেরে ইতোমধ্যেই নিউজিল্যান্ডের কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ডুনেডিনে বুধবার ভোর ৪টায় ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগাররা। এখানকার রানপ্রসবা উইকেট আশা দেখাচ্ছে দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। মাশরাফি মনে করছেন, টপঅর্ডার ব্যাটসম্যানরা নিজেদের খেলাটা খেলতে পারলে এ ম্যাচে জয় পাওয়া অসম্ভব কিছু হবে না।

ডুনেডিনে শেষ ম্যাচে ভালো ব্যাটিং করে দলের ব্যাটসম্যানদের নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে বললেন মাশরাফি। মঙ্গলবার সংবাদসম্মেলনে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, এ ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি একটা ম্যাচে ৪৫ ওভারেই ৩৪০ রান তাড়া করে জিতেছে নিউজিল্যান্ড। কাজেই আমরা খুব ভালো একটা ব্যাটিং পিচ আশা করছি। আশা করি, আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।’

তবে জয় পেতে টপঅর্ডার ব্যাটসম্যানদের ভালো ব্যাটিংয়ের বিকল্প দেখছেন না মাশরাফি, ‘আশা করছি, আগামীকাল আমরা ভালো কিছু দেখতে পাব; যখন আমাদের টপঅর্ডার ভালো ব্যাটিং করতে পারবে আর মিডল-অর্ডার ইনিংসের শেষের দিকে জ্বলে ওঠবে।’

নিউজিল্যান্ড সফর শেষে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে মাশরাফিরা। এরপর বিশ্বকাপ লড়াইয়ের আগে ইংল্যান্ডে তাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে। মাশরাফি জানালেন, নিউজিল্যান্ডে পারফরম্যান্স যেমনই হোক, বিশ্বকাপ দলে খুব বেশি পরিবর্তন আসবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আয়ারল্যান্ডে আমরা যাব বিশ্বকাপের দল নিয়ে। কাজেই বিশ্বকাপের আগে কার্যত এটাই আমাদের শেষ ম্যাচ। আমি মনে করি, খুব বেশি পরিবর্তন আসবে না। দলের বর্তমান সদস্যরা যথেষ্ট অভিজ্ঞ, তারা ভালো করছে। এই সফরে কোনো কিছুই আমাদের অনুকূলে যায়নি। এখনও আরেকটা ম্যাচ বাকি। দেখা যাক, আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপের জন্য কিছু আত্মবিশ্বাস সঙ্গে করে নিয়ে যেতে পারি কি না।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল। এর আগে আয়ারল্যান্ডের মাটিতেও কিউদের পরাজিত করে তারা। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি মাশরাফি বাহিনী। নিজেদের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলপতি বলেন, ‘আপনি যদি দেখেন, শেষবার আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম আমরা। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের পরাজিত করি। এবারও তাই চেয়েছিলাম। কিন্তু পৃথিবীর এ প্রান্তে কিউইদের হারানো কঠিনই।’

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/ এইচএ/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :