২৪ রানে অলআউট ওমান!

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

স্কটল্যান্ডের বিপক্ষে লিস্ট-এ’র ম্যাচে মাত্র ২৪ রানে গুটিয়ে গেল ওমান। মঙ্গলবার আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে লিস্ট-এ ক্রিকেটে চতুর্থ সর্বনিম্ন রানের রেকর্ডটি গড়ে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন খাওয়ার আলী। বাকি কেউ ডাবল ফিগার ছুঁতে পারেননি। শূন্য রানে আউট হয়েছেন পাঁচজন।

ব্যাট করতে নেমে পঞ্চম ওভার শেষে ওমানের স্কোর দাঁড়ায় ৮/৪। প্রথম সারির তিন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। আলীর কল্যাণে তাদের দলীয় সংগ্রহটা ২০-এর কোটা পার হয়। সপ্তম ব্যাটসম্যান হিসেবে যখন তিনি আউট হন, দলের রান তখন ২২। এরপর মাত্র ২ রান যোগ করে বাকি তিন উইকেট হারিয়ে ২৪ রানে অলআউট হয় ওমান। সেটি ৩.২ ওভারে বিনা উইকেটে টপকে যায় স্কটল্যান্ড।

আলীসহ মাত্র ওমানের চার ব্যাটসম্যান ১০টির অধিক বল খেলেছেন। ১৭.১ ওভার টিকেছে তাদের ইনিংস। এ নিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার লিস্ট-এ’র ম্যাচে ৪৫ রানের নিচে অলআউট হল ওমান। এর আগে ২০০৫ সালে আইসিসি ট্রফির ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১৩৫ রান তাড়া করতে নেমে ৪১ রানে গুটিয়ে যায় তারা।

উল্লেখ্য, লিস্ট-এ ক্রিকেটে দলীয় সর্বনিম্ন রানের ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের। ২০০৭ সালে বার্বাডোজের বিপক্ষে ১৪.৩ ওভারে মাত্র ১৯ রানে অলআউট হয় তারা।

লিস্ট-এ ক্রিকেটে দলীয় ৫ সর্বনিম্ন

দল

রান

ওভার

ইনিংস

প্রতিপক্ষ

ভেন্যু

সন

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯

১৮

১৪.৩

বার্বাডোজ

ব্লেয়ারমন্ট

২০০৭

সারাসেনস

১৯

১০.৫

কোল্টস

কলম্বো

২০১২

মিডলসেক্স

২৩

১৯.৪

ইয়র্কশায়ার

লিডস

১৯৭৪

ওমান

২৪

১৭.১

স্কটল্যান্ড

আল আমিরাত

২০১৯

চট্টগ্রাম বিভাগ

৩০

২০.৪

সিলেট বিভাগ

ঢাকা

২০০২

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এবিএ)