ছাত্রলীগ নেতার পরিচয়ে উচ্ছেদে বাধা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৩ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১

বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আসাদুজ্জামান তালুকদার লাবু নামের ওই যুবক নিজেকে স্থানীয় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে চতুর্থ পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিন বুড়িগঙ্গা নদীর বসিলা অংশে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডাব্লিউটিএ। অভিযানের এক পর্যায়ে বসিলা আমিন মোমেন হাউজিং এলাকায় উচ্ছেদে বাধা প্রদান করে কথিত ছাত্রলীগ নেতা লাবু।

এর আগে ১৪ ফেব্রুয়ারি উচ্ছেদে আগে অবৈধ স্থাপনা পরিদর্শনে গেলে সেখানে বিআইডাব্লিউটিএ কর্মকর্তাদের বাধা দেন স্থানীয় দুই নেতা। পরে তাদেরও আটক করা হয়।

সরকারি কাজে বাঁধা দেয়ার অপরাধে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করছিলাম। তিনি এসে কাজে বাধা দেন৷ সরকারি কাজে বাধা দেয়ার কারণে তাকে আটক করেছি। তিনি ছাত্রলীগ নেতা কি না সেটা আমরা জানি না।’

আটক যুবকের ছবি দেখিয়ে পরিচয় নিশ্চিত হতে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসের কাছে মোহাম্মদপুর থানায় বা ওয়ার্ডে লাবু নামে কোনো নেতা বা কর্মী নেই দাবি করেন। বলেন, ‘আমার থানার সব নেতাকর্মীকে আমি চিনি।’

এদিকে ঢাকাটাইমসকে একই কথা জানিয়েছেন তারানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা। বলেন, ‘এই নামে আমাদের কোনো ছাত্রনেতা নেই। এই নামে আমরা কাউকে চিনিও না।’

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কারই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :