ছাত্রলীগ নেতার পরিচয়ে উচ্ছেদে বাধা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৩ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১

বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আসাদুজ্জামান তালুকদার লাবু নামের ওই যুবক নিজেকে স্থানীয় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে চতুর্থ পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিন বুড়িগঙ্গা নদীর বসিলা অংশে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডাব্লিউটিএ। অভিযানের এক পর্যায়ে বসিলা আমিন মোমেন হাউজিং এলাকায় উচ্ছেদে বাধা প্রদান করে কথিত ছাত্রলীগ নেতা লাবু।

এর আগে ১৪ ফেব্রুয়ারি উচ্ছেদে আগে অবৈধ স্থাপনা পরিদর্শনে গেলে সেখানে বিআইডাব্লিউটিএ কর্মকর্তাদের বাধা দেন স্থানীয় দুই নেতা। পরে তাদেরও আটক করা হয়।

সরকারি কাজে বাঁধা দেয়ার অপরাধে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করছিলাম। তিনি এসে কাজে বাধা দেন৷ সরকারি কাজে বাধা দেয়ার কারণে তাকে আটক করেছি। তিনি ছাত্রলীগ নেতা কি না সেটা আমরা জানি না।’

আটক যুবকের ছবি দেখিয়ে পরিচয় নিশ্চিত হতে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসের কাছে মোহাম্মদপুর থানায় বা ওয়ার্ডে লাবু নামে কোনো নেতা বা কর্মী নেই দাবি করেন। বলেন, ‘আমার থানার সব নেতাকর্মীকে আমি চিনি।’

এদিকে ঢাকাটাইমসকে একই কথা জানিয়েছেন তারানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা। বলেন, ‘এই নামে আমাদের কোনো ছাত্রনেতা নেই। এই নামে আমরা কাউকে চিনিও না।’

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কারই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

আউটসোর্সিং নিয়োগের কারণে বিপাকে কৃষিবিদরা

দক্ষিণখানে মার্কেটের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

সবুজবাগে ট্রাক থামাতে চালককে গুলি: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬ সন্ত্রাসী

পুরান ঢাকার যে দোকানে সবচেয়ে কম দামে গরুর মাংস

লেকে বর্জ্য ফেললে কলাগাছ থেরাপি দেবো: মেয়র আতিক

মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন, বন্ধু আহত

দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: তথ্য প্রতিমন্ত্রী

অর্থের বিনিময়ে চাকরি স্থায়ীকরণের অভিযোগ, নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএসএমএমইউ উপাচার্য

টাকা না পেয়ে রোগীর স্বজনদের মারধর করলেন আনসার সদস্যরা!

ঢাকার লেকগুলো করপোরেশনকে বুঝিয়ে দিতে রাজউকের প্রতি আহ্বান মেয়র আতিকের

এই বিভাগের সব খবর

শিরোনাম :