ছাত্রলীগ নেতার পরিচয়ে উচ্ছেদে বাধা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৩ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১

বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আসাদুজ্জামান তালুকদার লাবু নামের ওই যুবক নিজেকে স্থানীয় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে চতুর্থ পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিন বুড়িগঙ্গা নদীর বসিলা অংশে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডাব্লিউটিএ। অভিযানের এক পর্যায়ে বসিলা আমিন মোমেন হাউজিং এলাকায় উচ্ছেদে বাধা প্রদান করে কথিত ছাত্রলীগ নেতা লাবু।

এর আগে ১৪ ফেব্রুয়ারি উচ্ছেদে আগে অবৈধ স্থাপনা পরিদর্শনে গেলে সেখানে বিআইডাব্লিউটিএ কর্মকর্তাদের বাধা দেন স্থানীয় দুই নেতা। পরে তাদেরও আটক করা হয়।

সরকারি কাজে বাঁধা দেয়ার অপরাধে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করছিলাম। তিনি এসে কাজে বাধা দেন৷ সরকারি কাজে বাধা দেয়ার কারণে তাকে আটক করেছি। তিনি ছাত্রলীগ নেতা কি না সেটা আমরা জানি না।’

আটক যুবকের ছবি দেখিয়ে পরিচয় নিশ্চিত হতে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসের কাছে মোহাম্মদপুর থানায় বা ওয়ার্ডে লাবু নামে কোনো নেতা বা কর্মী নেই দাবি করেন। বলেন, ‘আমার থানার সব নেতাকর্মীকে আমি চিনি।’

এদিকে ঢাকাটাইমসকে একই কথা জানিয়েছেন তারানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা। বলেন, ‘এই নামে আমাদের কোনো ছাত্রনেতা নেই। এই নামে আমরা কাউকে চিনিও না।’

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কারই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :