বসিলায় হঠাৎ বন্ধ উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৪ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৭

বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা সরানোর অভিযান থেকে হঠাৎ করেই বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে প্রধান কার্যালয়ে ডেকে নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে বসিলা আমিন মোমেন হাউজিংয়ে উচ্ছেদ অভিযান চলাকালীন তাকে ঘটনাস্থল থেকে ডেকে নেয়া হয়। তিনি ওই অভিযান পরিচালনায় ছিলেন। এদিকে তাকে ডেকে নেয়ায় উচ্ছেদ অভিয়ানও আপাতত স্থগিত।

এর আগে সকালে উচ্ছেদ অভিযানে বাধার অভিযোগ আসে। দুপুরে আমিন মোমেন হাউজিংয়ে অভিযানে বাধা দেয়ায় কথিত এক ছাত্রলীগ নেতাকে আটকও করা হয়। এরইমধ্যে অভিযান চলাকালীন বিকালে ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।

সরজমিনে দেখা গেছে, ঢাকা বন্দরের যুগ্ম পরিচালককে সরিয়ে নেয়ার পর আমিন মোমেন হাউজিংয়ে উচ্ছেদ কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। ফলে বিআইডব্লিউটিএ আমিন মোমেন হাউজিংয়ের হর্তাকর্তাদের চাপে যুগ্ম পরিচালককে সরিয়ে নিয়েছেন কিনা সে প্রশ্নও উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে এ কে এম আরিফ উদ্দিন ঢাকাটাইমসকে জানান, উচ্ছেদ চলাকালে বিকাল পৌনে তিনটা নাগাদ তাকে ঘটনাস্থল ত্যাগ করে প্রধান কার্যালয়ে যেতে বলা হয়।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি নদী তীর দখল করে অবৈধ স্থাপনা কোথায় কোথায় গড়ে তোলা হয়েছে তা দেখতে গেলে সেখানে বাধা প্রদান করে আমিন মোমেন হাউজিংয়ের দুই কর্মী। সরকারি কাজে বাধা প্রদানের কারণে তাদের দুইজনকে আটকের নির্দেশ দেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এরপর আজ সকালে হাউজিংটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে সেখানে পুনরায় বাধা দেয়া হয়। ছাত্রলীগের নামে বাধা প্রদান করে আসাদুজ্জামান তালুকদার লাবু নামের এক যুবক। এ কারণে তাকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরই যুগ্ম-পরিচালককে অভিযান থেকে সরিয়ে নেয় বিআইডব্লিউটিএ।

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কারই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

হজযাত্রীর ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

নির্মাণাধীন ভবনে লার্ভা পেলেই কাজ বন্ধ: মেয়র তাপস 

সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :