ধামরাইয়ে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, সাভার
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৪ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৯

ঢাকার ধামরাইয়ে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

মঙ্গলবার সকালে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ওই নারীর ভাই আব্দুল রাজ্জাক ।

থানা পুলিশ জানায়, গত ১২ই ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় ট্রাকচালক আনোয়ার হোসেন ও তার সহযোগী মামুন মিয়া কৌশলে ওই মানসিক ভারসাম্যহীন নারীকে তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়।

সেখানে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগী ওই নারীর ভাই আব্দুল রাজ্জাক বাদী হয়ে আনোয়ার ও মামুনকে আসামি করে একটি মামলাটি দায়ের করেন।

এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে গেছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :