চাঁদপুরে ডাকাতিয়া নদীর তীরে উচ্ছেদ অভিযান

শরীফুল ইসলাম, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৬

চাঁদপুরে ট্রাকঘাট থেকে ইচলি ঘাট পর্যন্ত ডাকাতিয়া নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

ম্যাজিস্ট্রেট বলেন, ডাকাতিয়া নদীর পাড় এবং পৌরসভার রাস্তায় পাশে অবৈধ দখল করে খাবার হোটেল, ইট, বালু, সিমেন্ট ইত্যাদি ব্যবসা করছে, সেগুলো আমরা উদ্ধার করেছি। প্রায় ২০টি বড় বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিরি আরো বলেন, পরিবেশ দূষণ থেকে রক্ষা এবং ছাত্র-ছাত্রীসহ পথচারীদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল, মেহেদী হাসান মানিক, গোস্টগার্ড অফিসার মো. আব্দুল জলিল, চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার অনুপ চক্রবর্তী, ফায়ার সার্ভিস লিডার রেজাউল করিম, চাঁদপুর পৌরসভার ট্যাক্স কর্মকর্তা তৌহিদুল ইসলাম চপল, কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী।

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :