১৪ দলের শরিকদের সমালোচনার পেছনে মান-অভিমান: কাদের

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সাম্প্রতিক সমালোচনার পেছনে মান-অভিমান দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে সড়ক ও জনপথ বিভাগে এক মতবিনিময় শেষে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা যদি কোনো ভুল করি, তা কারেক্ট করার জন্য এ সমালোচনার প্রয়োজন। এটা গণতন্ত্রের জন্য ভালো।’

কাদের বলেন, ‘১৪ দলের শরিকরদের সমালোচনার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছি। তারা আজকে মুখ খুলেছেন, সমালোচনা করছেন। সরকার ভালোভাবে চলার জন্য এই সমালোচনাটা দরকার৷’

‘এ সমালোচনা পার্লামেন্টের ডেমোক্রেসিতে ইতিবাচক থাকে। কনস্ট্রাক্টিভ অপোজিশনের মাধ্যমে আরও গতিশীল হতে পারে। সমালোচনা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্যে ভালো হতে পারে।’

অপজিশন না থাকলে, সমালোচনা না থাকলে শুদ্ধ হওয়া যায় না মন্তব্য করে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো ভুল করে থাকলে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা থেকে আমরা শুদ্ধ হতে পারি।’

জোটের রাজনীতিতে ১৪ দলকে আওয়ামী লীগ ব্যবহার করছে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘যা যা হচ্ছে এসব আলাপ আলোচনা করেই হচ্ছে। তাদের সমালোচনার পেছনে মান-অভিমান।’

মামলা করতে করতে ঐক্যফ্রন্টই পঙ্গু হয়ে যাবে

৩০ ডিসেম্বরের ভোটের অনিয়মের নানা অভিযোগ এনে সম্প্রতি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থীরা। আর এসব মামলায় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে সম্প্রতি মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, ‘আওয়ামী লীগ নয় মামলা করতে করতে তারা (ঐক্যফ্রন্ট) নিজেরাই পঙ্গু হয়ে যাবে।’

ঐক্যফ্রন্ট অভিযোগ করছে গণশুনানির জন্য তারা কোনো জায়গা পাচ্ছে না- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান তো আছেই। গণশুনানি কাকে বলে, গণশুনানি না গণতামাশা। তারা গণতামাশার জন্য অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলবো...।’

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/ডিএম