ঝুঁকিপূর্ণ রাসায়নিক পেলে লাইসেন্স বাতিল: মেয়র খোকন

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য পাওয়া গেলে ‍লাইসেন্স বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার রাজধানীর বাবুবাজারে রাসায়নিক কারখানা পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি করেন।

ডিএসসিসির মেয়র বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে জেনেছি, ২৯টি রাসায়নিক দ্রব্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো যেকোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি করতে পারে। যেসব প্রতিষ্ঠানে এমন রাসায়নিক পাওয়া যাবে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেগুলো সিলগালা করে আইনের আওতায় আনা হবে।’

একই সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র। এ বিষয়ে ব্যবসায়ী সংগঠনের নেতারা ডিএসসিসিকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য দোকানে নমুনা হিসেবে সাজিয়ে না রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দিয়ে মেয়র বলেন, ‘রাসায়নিক দোকানে না রেখে আশপাশের বাসাবাড়িতে বা একটু দূরে কোথাও রাখবেন। সেখান থেকে চাহিদা ও প্রয়োজন অনুযায়ী এনে বিক্রি করবেন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে বলে।’

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/আরকে/মোআ)