বিশ্বে বাংলাদেশের সাংবাদিকরা বেশি স্বাধীনতা ভোগ করছেন

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকরা বেশি স্বাধীনতা ভোগ করছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রেস কাউন্সিলের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ দাবি করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘ভুল সংবাদ প্রচার করায় যুক্তরাজ্যে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। অনেক কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়েছে।অনেক প্রতিষ্ঠানকে জরিমানাও গুনতে হয়েছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

‘আমরা বাংলাদেশের গণমাধ্যমের মান ও উৎকর্ষ যুক্তরাজ্যের পর্যায়ে নিয়ে যেতে চাই। এ জন্য গণমাধ্যমের কাছ থেকে  দায়িত্বশীলতা প্রত্যাশা করি আমরা।’ বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যসচিব এম এ মালেক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, প্রেস কাউন্সিলের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এমএম/মোআ)