হাওররক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে আটক ৭

সুনামগঞ্জ প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৩

হাওররক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পিআইসি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ৪৬ নং পিআইসির সভাপতি সিরাজুল হক শাহ ও সদস্য হুমায়ুন কবির, ৪৭ নং পিআইসির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জামাল আখঞ্জি, সদস্য মজনু শাহ ও তোফাজ্জল হোসেন এবং ৩৭ নং পিআইসির সভাপতি মনসাধ।

উপজেলার বিভিন্ন হাওরের পিআইসি সদস্যদের বিরুদ্ধে কাজের গাফিলতি ও বাঁধে অনিয়মের অভিযোগ ওঠায় বারবার তাদের সতর্ক করা হয়। কিন্তু তাতে কর্ণপাত না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মঙ্গলবার দুপুর ১টায় তাদের আটক করতে তাহিরপুর থানা পুলিশকে নির্দেশ দেন।

ইউএনও বলেন, ‘আমি বিরক্ত হয়ে তাদের আটক করেছি। তাদের বারবার বলার পরও হাওররক্ষা বাঁধের কাজে কোনো পরির্বতন হয়নি। বাঁধের কাজে অনিয়ম আমি সহ্য করব না। আমি তাদের বিরুদ্ধে আইন অনুসারে সব ধরনের ব্যবস্থা নেব। কেউ কোনো ছাড় পাবেন না।’

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর ও এসআই আমির উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম তাদের আটক করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :