সিংড়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলা

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৪

নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনে আ’লীগ প্রার্থী উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের পক্ষে নৌকার প্রচার চালানোর অপরাধে শেরকোল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল সরকারের বাম হাত ও পা ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী আদেশ আলীর কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার নিংগইন-জোড়মল্লিাকা সেতু এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ নেতা কামরুল সরকার শেরকোল ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আফজাল সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নৌকার সমর্থক সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিকালে স্বতন্ত্র প্রার্থী আদেশ আলীর কর্মী পলকের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন ছাত্রলীগ নেতা কামরুল সরকারের ওপর। হামলাকারীরা তার বাম হাত ও পা ভেঙে দেন। পরে ছাত্রলীগ নেতা কামরুল সরকারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম।

আহত ছাত্রলীগ নেতা কামরুল সরকার বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে নৌকার প্রচারণা করায় স্বতন্ত্র প্রার্থী আদেশ আলীর কর্মী পলকের নেতৃত্বে আমার হাত ও পা ভেঙে দেয়া হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আদেশ আলীর মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

আ’লীগ প্রার্থী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ঘনিষ্ঠ সহচর আদেশ আলী সদ্য আ’লীগে যোগদান করে আ’লীগকে বিভক্ত করার চেষ্টা করছে। জন আতংকে মুষ্ঠিমেয় কয়েকজনকে সাথে নিয়ে আজ দলের জন্য নিবেদিত একজন ছাত্রলীগ কর্মীর ওপর এই হামলা করেছে। এর তীব্র ও প্রতিবাদ জানাই।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) নেয়ামুল আলম বলেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :