ছাত্রীদের নাচতে বলে টাকা ওড়াতে চাইলেন শাবি শিক্ষক!

শাবি প্রতিনিধি
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১০ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০২

একটি অনুষ্ঠানের জন্য নাচের অনুশীলন করছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একদল ছাত্রী। আচমকা সেখানে ঢুকে পড়েন বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিন। এরপর তিনি ছাত্রীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্যের পাশাপাশি দুই হাতে টাকা ওড়ালেন। ছাত্রীদের এমন অভিযোগ পেয়ে ওই শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে এমন কাণ্ড ঘটলেও তা ফাঁস হয় আজ মঙ্গলবার। ওই দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ই-এর ৪১৯ নম্বর কক্ষে ১ মার্চ বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান সামনে রেখে নাচগানের অনুশীলন করছিলেন ছাত্রীরা।

ইংরেজি বিভাগের প্রধান বরাবর এ-সংক্রান্ত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় প্রধান অধ্যাপক হিমাদ্রী শেখর রায় জানান, একজন শিক্ষক হিসেবে তিনি এ ধরনের আচরণ করতে পারেন না।

বলেন, ‘বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট শিক্ষককে ওই ব্যাচের কোর্স থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।’

অভিযোগপত্রে উল্লেখিত ও নামপ্রকাশে প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্রীর কাছে জানা যায়, ৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের নাচ-গানের অনুশীলনের সময় হঠাৎ সেখানে প্রবেশ করেন ওই শিক্ষক । এরপর তিনি ছাত্রীদের উদ্দেশ করে বলেন, ‘রমণীরা আপনারা নাচেন, আমি দেখি।’ পরে তার সঙ্গে থাকা একজনের কাছ থেকে টাকা নিয়ে তিনি বলেন, ‘আপনাদের নাচের প্রতিটি মুদ্রায় একটা করে টাকা ওড়াব আমি।’

সঙ্গে সঙ্গে উপস্থিত শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে বলেন, ‘এটা তো আমাদের জন্য অপমানজনক।’ তবু ওই শিক্ষক টাকা উড়িয়ে বলেন, ‘এভাবে টাকা ওড়ানোও একটা শিল্প। টাকা এভাবে যাবে, আবার আসবে।’

ছাত্রীদের নাচের অনুশীলনে মজার ছলে কিছু কথা বলেছেন দাবি করে টাকা ওড়ানোর বিষয়টি একেবারে ভিত্তিহীন বলছেন অভিযুক্ত শিক্ষক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিন। তিনি বলেন, ‘মজার ছলে কিছু কথা বলেছিলাম। শিক্ষার্থীরা ব্যাপারটা এরকমভাবে নেবে, আমি বুঝতে পারিনি।’

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

স্বামীর সঙ্গে মনোমালিন্যে ববি ছাত্রীর আত্মহত্যা

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবির নতুন প্রক্টর হওয়ার দৌড়ে যারা এগিয়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :