ইউটিউবার সালমান মুক্তাদির পুলিশি হেফাজতে

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সেফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। তবে এই জিজ্ঞাসাবাদ সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ।

মঙ্গলবার বিকালে চারটার দিকে সালমানকে সাইবার ক্রাইম ইউনিটে ডেকে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম।

এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার তার নিজের ভেরিফায়েড ফেসবুকে সালমান মুক্তাদিরের অবস্থান জানতে চেয়ে স্ট্যাটাস দেন।

ওই স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’ এই বিষয়ে সালমান মুক্তাদিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেও জানিয়েছেন মোস্তাফা জব্বার।

প্রসঙ্গত, কিছুদিন আগে সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি গানের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি অশ্লিলতার দায়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। এরপর তার ইউটিউব চ্যানেলের  সাবস্ক্রাইবার কমতে থাকে।

অনেকে নিজেই সালমান মুক্তাদিরের চ্যানেল আনসাবস্ক্রাইব করেছেন, অন্যকে আনসাবস্ক্রাইব করতে উৎসাহ দিয়েছেন। ৬ ফেব্রুয়ারি থেকে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কমতে শুরু করেছে। এক সপ্তাহেই ইউটিউবের প্রায় দেড় লাখ ফলোয়ার হারিয়েছেন সালমান।

ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এএ/ইএস