অবৈধ বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৬

ঝিনাইদহের শৈলকুপায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে সুমন হোসেন নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত সুমন হোসেন শৈলকুপা উপজেলার শিংনগর গ্রামের আমির মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, শৈলকুপা উপজেলা প্রশাসন জানতে পারে উপজেলার বিভিন্ন স্থানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদে উপজেলার ত্রিবেণী, কাঁচেরকোল ও দিগনগর ইউনিয়নের কালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। তাদের উপস্থিত টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও শিংনগর গ্রামের নদী থেকে সুমন হোসেনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে সাত দিনের কারাদণ্ড দেন হাকিম।

অভিযানে দুদকের যশোর অঞ্চলের উপ-পরিচালক নাজমুস সাদাতসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালতের হাকিম উসমান গনি জানান, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বালু উত্তোলন বন্ধে অভিযান শুরু হয়েছে, এ অভিযান চলবে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :