লিঁওর মাঠে গোলশূন্য ড্র বার্সার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪১ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৬

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে জয় দেখা হল না বার্সেলোনার। মঙ্গলবার রাতে স্বাগতিক অলিম্পিক লিঁওর সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালান জায়ান্টরা। এ নিয়ে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই ড্র দেখল আরনেস্তো ভালভার্দের শিষ্যরা। আগামী ১৩ মার্চ ন্যু ক্যাম্পে ভাগ্য নির্ধারণী ফিরতি লেগে ‍মুখোমুখি হবে দুদল।

ফ্রান্সের গ্রুপামা স্টেডিয়ামে লিঁওর বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেললেও আক্রমণভাগের ব্যর্থতায় সাফল্যের মুখ দেখেনি বার্সা। লিঁওনেল মেসি, লুসই সুয়ারেজ, উসমান ডেম্বেলে ফিলিপ কুতিনহো- চার তারকা মিলেও ২৫টি শট নিয়েও একটা গোল এনে দিতে পারেননি।

ম্যাচটা বার্সেলোনা হেরেও যেতে পারত। যদি না মার্ক আন্দ্রে টার-স্টেগান দুটি দারুণ সেভ না করতেন। দশম মিনিটেই ৩০ গজ দূর থেকে প্রায় বার্সার জালে বল জড়িয়ে দিয়েছিলেন লিঁওর মার্টিন টেরেইয়ার। কিন্তু দারুন ক্ষীপ্রতায় বলের দিক পরিবর্তন করে দেন স্টেগান। আর সেটি আঘাত হানে বারে। এরপর হুসেম আওয়ারের আরেকটি প্রচেষ্টা রুখে দেন এ জার্মান গোলরক্ষক।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :