ফ্লেমিংকে ছাড়িয়ে রস টেলর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০২ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৭

ডুনেডিনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৬৯ রানের ইনিংস খেলেছেন রস টেলর। এর সুবাদে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। স্টিফেন ফ্লেমিংকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান এখন টেলর। ২১৮ ম্যাচে ৮,০২৬ রান তার। ২৭৯ ম্যাচে ৮,০০৭ রান করেছিলেন সাবেক অধিনায়ক ফ্লেমিং। যিনি ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনাল শেষে অবসর নেন।

টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটি অবশ্য এখনও ফ্লেমিংয়ের দখলে। ৭,১৭২ রান রয়েছে তার নামের পাশে। তবে ‍খুব বেশিদিন শীর্ষে থাকতে পারবেন না ফ্লেমিং। কারণ, তার থেকে মাত্র ৬৪৯ রান পিছিয়ে আছেন টেলর।

ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বাধিক রান সংগ্রাহক ৫ ব্যাটসম্যান হলেন-

নাম

সময়কাল

ম্যাচ

ইনিংস

রান

গড়

১০০

৫০

রস টেলর

২০০৬-বর্তমান

২১৮

২০৩

৮০২৬

৪৮.৩৪

২০

৪৭

স্টিফেন ফ্লেমিং

১৯৯৪-০৭

২৭৯

২৬৮

৮০০৭

৩২.৪১

৪৯

নাথান অ্যাস্টল

১৯৯৫-০৭

২২৩

২১৭

৭০৯০

৩৪.৯২

১৬

৪১

মার্টিন গাপটিল

২০০৯-বর্তমান

১৬৯

১৬৬

৬৪৪০

৪৩.৫১

১৬

৩৪

ব্রেন্ডন ম্যাককালাম

২০০২-১৬

২৬০

২২৮

৬০৮৩

৩০.৪১

৩২

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :