ফের ব্যর্থ টপঅর্ডার, ৬১ রানে নেই ৫ ‍উইকেট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৭ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪১

তিনটি ওয়ানডেতে একই চিত্র- বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যানদের আসা-যাওয়া। আজ (বুধবার) তৃতীয় ও শেষ ওয়ানডেতে অবস্থা আরও শোচনীয়। ৩৩০ রান তাড়া করতে নেমে দলীয় ২ রানেই ৩ উইকেটে নেই। সেখান থেকে ১৫ ওভার শেষে টাইগারদের দলীয় রান দাঁড়িয়েছে ৫ উইকেটে ৬১।

তামিম ইকবাল আর সৌম্য সরকার ফিরেছেন টিম সাউদির করা ইনিংসের প্রথম ওভারেই। শূন্য মেরেছেন দুজনই। নিজের দ্বিতীয় ওভারে এসে লিটন দাসকেও (১) তুলে নেন সাউদি। এরপর কিছুক্ষণ লড়ে ট্রেন্ট বোল্টের বলে আউট হন মুশফিক। তিনি করেন ১৭ রান।

বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছিলেন মাহমদুউল্লাহ। ওয়ানডে ম্যাচে খেলছিলেন টেস্ট ক্রিকেট। কিন্তু তিনিও টিকে থাকতে পারলেন না। ৩৬ বলে ১৬ রান করে ডি গ্র্যান্ডহোমের বলে ক্যাচ দিয়েছেন কলিন মুনরোর হাতে।

পাঁচ উইকেট হারিয়ে ম্যাচটা কার্যত হেরে বসেছে বাংলাদেশ। হারের ব্যবধান কমানোই এখন একমাত্র লক্ষ্য বাকি ব্যাটসম্যানদের। উইকেটে আছেন সাব্বির রহমান (১৯*) আর সাইফউদ্দিন (৮*)। দেখা যাক, তারা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন দলকে।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :