সাব্বিরের ক্যারিয়ার সেরা ইনিংস

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ডুনেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করেছে সফরকারী দল। ধবলধোলাই এড়াতে ১৪ ওভারে ১৫৭ রান করতে হবে টাইগারদের। স্রোতের  বিপরীতে গিয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাব্বির রহমান। এগোচ্ছেন সেঞ্চুরির পথে। ইতোমধ্যেই ওয়ানডে ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ ৭১ রানের গন্ডি পেরিয়ে গেছেন মারকুটে এ ব্যাটসম্যান। ৭৭ বলে অপরাজিত আছেন ৭৩ রানে।

প্রথম দুটিতে ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছিল সফরকারীদের। আজ (বুধবার) তৃতীয়টিতে অবস্থা আরও শোচনীয়। দলীয় ২ রানেই ৩ উইকেটে নেই। তামিম ইকবাল আর সৌম্য সরকার ফেরেন টিম সাউদির করা ইনিংসের প্রথম ওভারেই। শূন্য মেরেছেন দুজনই। নিজের দ্বিতীয় ওভারে এসে লিটন দাসকেও (১) তুলে নেন সাউদি। এরপর কিছুক্ষণ লড়ে ট্রেন্ট বোল্টের বলে আউট হন মুশফিক। তিনি করেন ১৭ রান।

বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছিলেন মাহমদুউল্লাহ। ওয়ানডে ম্যাচে খেলছিলেন টেস্ট ক্রিকেট। কিন্তু তিনিও টিকে থাকতে পারেননি। ৩৬ বলে ১৬ রান করে ডি গ্র্যান্ডহোমের বলে ক্যাচ দিয়েছেন কলিন মুনরোর হাতে। ১৫ ওভার শেষে টাইগারদের দলীয় রান দাঁড়ায় ৫ উইকেটে ৬১। সেখান থেকে সাইফউদ্দিনের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন সাব্বির। ব্যক্তিগত ৪৪ রানে বোল্টের বলে আউটন হন সাইফ। এরপর দ্রুতই ফেরেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/ এবিএ)