সৌদি যুবরাজের জন্য আবার প্রটোকল ভাঙলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩১

আবার বিদেশি অতিথিকে স্বাগত জানাতে প্রটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি এই কাজ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য।

সচরাচরক বিদেশি অতিথিকে স্বাগত জানাতে ভারতীয় প্রধানমন্ত্রীরা বিমানবন্দরে যান না। তার প্রতিনিধি হিসেবে কোনো কর্মকর্তা বা সরকারের কম গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রীরা অভ্যর্থনা জানান তাদের। তবে মোদি সরকার ক্ষমতায় আসার পর একাধিকবার এর ব্যতিক্রম দেখা গেছেণ ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বিমানবন্দরে গিয়ে স্বাগত জানিয়েছেন তিনি।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি যুবরাজ নয়া দিল্লির বিমানবন্দরে পৌঁছেন। সেখানে উপস্থিত ছিলেন মোদীও। যুবরাজ বিমান থেকে নামার পর তাকে জড়িয়েও ধরেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার টুইটারে এই ছবিটি প্রকাশ করে বলেছেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়’।

সৌদি যুবরাজ ভারত আসেন পাকিস্তান হয়ে। সে দেশেও তিনি ব্যাপক অভ্যর্থনা পান।

পাকিস্তান সফরে সৌদি যুবরাজ দুই হাজার কোটি ডলারের সহায়তা দেওয়ার চুক্তি করে এসেছেন। ভারতও বিনিয়োগ চুক্তির আশায় আছে।

সৌদি আরব ও ভারতের মধ্যে জ্বালানি খাত ছাড়াও নানা সম্পর্ক রয়েছে। দেশটি অপরিশোধিত তেলের শীর্ষ যোগানদাতা।

এবারের সফরে সৌদি যুবরাজ তাদের জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো তহবিলে প্রাথমিক বিনিয়োগের ঘোষণা দেবেন বলে আশা করছে ভারত। ভারতের বন্দর ও মহাসড়ক নির্মাণকাজে এর ব্যবহার করা হবে।

ভারতের পর সৌদি যুবরাজের চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার কথা রয়েছে।

ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :