সুনামগঞ্জে প্রতীক পেলেন প্রার্থীরা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৫

সুনামগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস

সুনামগঞ্জের ১০টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নারী ও পুরুষ মিলিয়ে ১৫০জন ভোটযুদ্ধে নেমেছেন। 

বুধবার সকাল থেকেই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ শুরু করেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় । 

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ১০ প্রার্থী বাদে ১৪০জনকে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক বরাদ্ধ দিয়েছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।

আগামী ১০ মার্চ জেলার ১০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
২১ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান নারী ও পুরুষ পদে ১২৯জন প্রার্থী ভোটে লড়ছেন। প্রতীক পেয়ে তারা পুরোদমে প্রচারণা শুরু করেছেন।

প্রতীক বরাদ্দের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম প্রার্থীদের আচরণবিধি মনে করিয়ে দেন এবং বিভিন্ন নিবার্চনী নিদের্শনা দেন।

ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/ওআর