পাবনায় হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩২

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার আতাইকুলায় আবু সাইদ হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালত (১) এর বিচারক রুস্তম আলী এই রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, আতাইকুলা থানার আব্দুস সালাম ওরফে খোকন, মাসুদ রানা, শাহিন, সুজানগর উপজেলার শুকুর আলী মোল্লা ও সাইফুল ইসলাম কাঞ্চন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৩ এপ্রিল রাতে আতাইকুলা থানার কুমারগারী গ্রামে আবু সাঈদকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে তার বন্ধুরা। পরদিন নিহতের ভাই রবিউল বাদী হয়ে ৭ জনকে আসামি করে করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

আতাইকুলা থানার ততকালীন উপপরিদর্শবক (এসআই) আখের আলী তদন্ত শেষে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ৭ জনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণ শেষে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) এর বিচারক রুস্তম আলী পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর ৬ মাস করে সাজা দেন।

এ মামলায় অপর দুই জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় দুইজন আদালতে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/ওআর