জামায়াতের ক্ষমা চাওয়ার প্রশ্নে একমত বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৫
ফাইল ছবি

একাত্তরে স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়ার প্রশ্নে একমত দলটির প্রধান রাজনৈতিক সঙ্গি বিএনপি। মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জামায়াতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে পদত্যাগ করেছেন দলটির এক শীর্ষ নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক। এরপরই বিএনপির পক্ষ থেকে এমন বক্তব্য এল। পাশাপাশি দেশে ‘গণতন্ত্র হত্যাকারী’দেরও ক্ষমা চাওয়া উচিত বলে মনে করছে বিএনপি।

বুধবার জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে এ বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল।

একাত্তরের ভূমিকার জন্য দেশের মানুষের কাছে ‘ক্ষমা না চাওয়ায়’ গত ১৫ ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন। রাজ্জাকের আগে আর কেউ দলের সেই অবস্থানের জন্য অনুতাপও প্রকাশ করেননি।

এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নে নজরুল বলেন, ‘এই দাবিতো সকলেরই। জামায়াত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে সেজন্য তাদের দুঃখ পাওয়া উচিত বা লজ্জা প্রকাশ করা উচিত বা ক্ষমা প্রার্থনা করা উচিত- এটা যুক্তিসঙ্গত দাবি। স্বাধীনতাবিরোধী কাজ যারা করেছে, আমরা নিশ্চয়ই তাদের শাস্তি চাই, বিচার চাই- সবই চাই।

‘এই যুক্তিসঙ্গত দাবি ছাড়াও এ রকম আরও অনেক যুক্তিসঙ্গত দাবি আছে। বাংলাদেশে যারা গণতন্ত্র হত্যা করেছে, স্বাধীনতার সূবর্ণ ফসল যে গণতন্ত্র, সেই গণতন্ত্র যারা হত্যা করেছে তারাও তো আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেনি।’

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘আমরা মনে করি, যারাই অপরাধ করেবে তাদের সবারই ক্ষমা প্রার্থনা করা উচিত। আমরাও যদি কোনো দোষ করি জনগনের কাছে, আমাদেরও উচিত ক্ষমা প্রার্থনা করা। কিন্তু আমাদের দেশে এই রীতিরই প্রচলন নাই দুর্ভাগ্যক্রমে।’

এর সঙ্গে একাদশ জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ মিলিয়ে নিয়ে যারা গণতন্ত্র ‘হত্যা করেছে’, তাদেরও জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত বলে মনে করেন বিএনপিনেতা।

জামায়াতের কাঠামোগত সংস্কার, নাম বদল বা নতুন দল গড়ার পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে নজরুল বলেন, ‘এগুলো তাদের নিজস্ব ও অভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে আমার মন্তব্য করার সুযোগ নাই।’

বিএনপির জোটে জামায়াত আর থাকছে না বলেও খবর এসেছে গণমাধ্যমে। যদিও জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জোটের সমন্বয়ক নজরুল বলেন, ‘জামায়াত একটা আলাদা রাজনৈতিক দল। সেই দলের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তো আছে, অধিকার আছে, ক্ষমতা আছে। তারা নিতে পারে ইচ্ছা করলে।’

‘কিন্তু আমাদের জানা মতে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনি নাই। আমার জানা মতে ২০ দলীয় জোটে কোনো পরিবর্তন ঘটে নাই। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাদের কখনোই বলা হয়নি যে, তারা ২০ দলের সাথে না থাকার সিদ্ধান্ত নিয়েছে।’

‘সিইসি যা বলেন জনগণ তাতে ছি ছি করে’

আসন্ন উপজেলা নির্বাচন বিএনপি বর্জন করলেও ‘প্রতিন্দ্বন্দ্বিতামূলক’হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

এ ব্যাপারে এক প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের এই সিইসি যা বলেন, বাংলাদেশের জনগণ তাতে ছি ছি করে। কাজেই এই সিইসির যে বক্তব্য, তার ওপর কোনো আস্থা দেশের মানুষের আছে বলে আমার মনে হয় না।’

‘যারা সুবিধা পায় তারাও তাকে অপছন্দ করে কারণ লোকটা ভালো না। ভালো না এই সেন্সে যে দায়িত্ব পালনে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারপরেও তারা (সরকার) খুশি যে, তার আচরণ তাদের পক্ষে যায়।’

তাঁতী দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে নজরুল ইসলাম খান শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী ১৮ ফেব্রুয়ারি হলেও বিশ্ব ইজতেমার কারণে তাদের কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। এর অংশ হিসেবে বুধবার তারা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :