৩১ মার্চ চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৩ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৬
ফাইল ছবি

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট ৩১ মার্চ। এদিন পাঁচ বিভাগের ১২২টি উপজেলায় ভোটগ্রহণ হবে।

তফসিল অনুযায়ী, এসব উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ৪ মার্চ, বাছাই ৬ মার্চ, প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত।

বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, নির্বাচনের জন্য ১৬ জন অতিরিক্ত জেলা প্রশাসক ও ১৬ জন জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ৬৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও ৭০ জন উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১২৯ উপজেলায় ভোটের তারিখ রেখেছে ইসি। আর ২৪ মার্চ তৃতীয় ধাপের পর চতুর্থ ধাপে। বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোট হবে। শেষ ধাপের তফসিল এখনও হয়নি।

তালিকা দেখতে ক্লিক করুন

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :