সমাধান খুঁজে বের করতে হবে: মাশরাফি

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ৮ উইকেটে হারের পর বুধবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৮৮ রানে। তিন ম্যাচেই বাংলাদেশের একই সমস্যা। সেটি হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা।

আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে টাইগাররা। তাই ওই সিরিজ শুরুর আগে সব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।  

বুধবার ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘প্রথম দুই ম্যাচে যা হয়েছে আজও তাই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে তামিম রান করেছিল। এশিয়া কাপে আমরা যেটা অনুভব করেছি এখানেও একই জিনিস অনুভব করেছি। শুধু আমি না, দলের প্রত্যেক খেলোয়াড়ই ইতিবাচক ছিল। আমি মনে করি, আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। বাউন্স ও সুইং এই উইকেটে স্বাভাবিক ছিল। আমরা মৌলিক ক্রিকেট খেলতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘পরবর্তী সিরিজ শুরু হতে এখনো দুই মাস বাকি। আয়ারল্যান্ডে কন্ডিশন একই থাকবে। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। গত বছর সেখানকার উইকেটে ঘাস ছিল। কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। কীভাবে সেখানে ভালো রান করা যায় সেই উপায় খুঁজে বের করতে হবে আমাদের। শুরুতেই বেশি উইকেট হারানো যাবে না। কারণ, শেষের দিকে রান করাটা সহজ হয়।’

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এসইউএল)