মা হারালেন প্রধানমন্ত্রীর এপিএস লিকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪১ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৭

মাকে চিরতরে হারিয়ে ফেললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু।

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রিজিয়া বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০।

বুধবার বাদ যোহর গণভবন জামে মসজিদ এ মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়।

লিকুর ছোট ভাই গাজী মুস্তাফিজুর রহমান দিপু জানান, গত সোমবার রাতে হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গোপালগঞ্জ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

মঙ্গলবার বিকালে অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।

গত সপ্তাহে খুলনায় সড়ক দুর্ঘটনায় লিকুর ভাতিজা গাজী ওয়ালিদ মাহমুদ উৎসবও নিহত হন।

গত ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পান লিকু। লিকুর মা ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :