‘পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতায় শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২২

পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি এ বিষয়ে নিজ নিজ পরিবারে সচেতনতা গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

বুধবার রাজধানীর লালবাগে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে মেয়র শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জানান। অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগে মানুষ চটের ব্যাগ নিয়ে বাজারে যেত আর মাছ নেওয়ার জন্য খলই জাতীয় একটা পাত্র ব্যবহার করত। এর ফলে শহর অতটা অপরিচ্ছন্ন হতো না। কিন্তু এখন আমরা খালি হাতে বাজারে গিয়ে বিভিন্ন ব্যাগ ভর্তি করে বাজার করে আনি এবং সে ব্যাগগুলো যেখানে সেখানে ফেলে দিই। এর ফলে আমাদের শহর ভয়াবহ অপরিচ্ছন্ন হয়। তাই তোমরা শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হতে হবে। বাসায় গিয়ে বাবা-চাচা, দাদা বা আত্মীয় স্বজনদের বলবে উনারা যেন চটের ব্যাগ নিয়ে বাজারে যায়। এভাবেই সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হলেই আমরা এবং আমাদের আগামী প্রজন্ম একটি সুস্থ, পরিচ্ছন্ন শহর উপহার পাব।’

মেয়র বলেন, ‘বিশ্বের উন্নত শহরগুলোতে প্রতি বর্গকিলোমিটারে তিন থেকে চার হাজার মানুষ বাস করলেও ঢাকায় বাস করে প্রায় লাখ মানুষ। যে কারণে নাগরিক সচেতনতা ছাড়া এরকম একটি শহর পরিচ্ছন্ন রাখা কোনোভাবেই সম্ভব নয়। নাগরিকদের সচেতনতার মাধ্যমেই নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব। আরে এক্ষেত্রে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

ডিএসসিসি’র ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এবং নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়। ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, এফবিসিসিআই এর পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার, সংস্থার প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেন, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

এই বিভাগের সব খবর

শিরোনাম :