সেন্ট্রাল উইমেন্স কলেজে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০২

পুরান ঢাকার সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ ইফতেকার আলীর বিরুদ্ধে অবৈধ নিয়োগ ও নানা দুর্নীতির অভিযোগ বানোয়াট ভিত্তিহীন দাবি করে কলেজ প্রাঙ্গণে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে পোস্টার-ব্যানার হাতে নিয়ে ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এরপর কয়েক শতাধিক শিক্ষার্থী জাতীয় প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন।শিক্ষার্থীদের দাবি, ‘যতদিন পর্যন্ত অধ্যক্ষ স্যারের সম্মান ফিরিয়ে দিতে না পারছি ততদিন সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।’

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের অধ্যক্ষ কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নেই। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাকে কোনো চক্রের ইশারায় অধ্যক্ষের পদ থেকে সরাতে নানা ধরনের ফন্দি চালানো হচ্ছে।’

যে অন্যায় অভিযোগ আনা হয়েছে তার সুষ্ঠু তদন্তও চান শিক্ষার্থীরা।

এর আগে অধ্যক্ষ ইফতেকার আলীর বিরুদ্ধে অবৈধ নিয়োগ ও নানা দুর্নীতির অভিযোগ উঠলে তা তদন্ত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তদন্তে তার নিয়োগ অবৈধ ও বির্তকিত বলে প্রমাণিত হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে ওঠা ‘টাকার বিনিময়ে নিষিদ্ধ গাইডবই সিলেবাসে অন্তর্ভুক্তকরণের’অভিযোগটির সত্যতাও পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তদন্ত কর্মকর্তারা। দুই মাস আগে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনটির সুপারিশসমূহ বাস্তবায়ন না করে ধামাচাপার চেষ্টা করছেন মন্ত্রণালয় ও অধিদপ্তরে থাকা ইফতেকার সিন্ডিকেটের সদস্যরা।

তবে শিক্ষা অধিদপ্তর তদন্তে অভিযোগের প্রমাণ পেলেও শিক্ষার্থীরা এর কঠোর বিরোধিতা করছেন। তারা দাবি করেন, অন্য কাউকে অধ্যক্ষ পদে বসাতে তার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তারা অধ্যক্ষ ইফতেকার আলীকে সসম্মানে তার আসনে বসাতে চান এবং তার বিরুদ্ধে অভিযোগের উল্লেখযোগ্য প্রমাণ চান।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

আউটসোর্সিং নিয়োগের কারণে বিপাকে কৃষিবিদরা

দক্ষিণখানে মার্কেটের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

সবুজবাগে ট্রাক থামাতে চালককে গুলি: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬ সন্ত্রাসী

পুরান ঢাকার যে দোকানে সবচেয়ে কম দামে গরুর মাংস

লেকে বর্জ্য ফেললে কলাগাছ থেরাপি দেবো: মেয়র আতিক

মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন, বন্ধু আহত

দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: তথ্য প্রতিমন্ত্রী

অর্থের বিনিময়ে চাকরি স্থায়ীকরণের অভিযোগ, নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএসএমএমইউ উপাচার্য

টাকা না পেয়ে রোগীর স্বজনদের মারধর করলেন আনসার সদস্যরা!

ঢাকার লেকগুলো করপোরেশনকে বুঝিয়ে দিতে রাজউকের প্রতি আহ্বান মেয়র আতিকের

এই বিভাগের সব খবর

শিরোনাম :