র‌্যাগিংয়ের দায়ে ইবির পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৭

ইবি প্রতিবেদক, ঢাকাটাইমস

র‌্যাগিংয়ের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকর্ম বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এই তথ্য জানিয়েছেন।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থী একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিন ছাত্রীকে ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে র‌্যাগ দেন। পরে ওই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীরা বিভাগের শিক্ষকদের কাছে বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বুধবার বিভাগীয় কমিটির সুপারিশে তাদের সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হচ্ছেন, মেহেদী হাসান (রোল: ১৭২৮০০৩), মেহেদী হাসান রোমান (রোল:১৭২৮০১৪), সুমাইয়া খাতুন (রোল: ১৭২৮০৭৪), আহমেদ যুবায়ের সিদ্দিকী (১৭২৮০২০),  মুহিদ হাসান (রোল: ১৭২৮০১০)।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানুকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিতে ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন এবং ইইই বিভাগের অধ্যাপক মাহবুবর রহমানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দিতে বলা হয়েছে।

বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান বলেন, তিন শিক্ষার্থী র‌্যাগিংয়ের ঘটনায় বিভাগে লিখিতভাবে অভিযোগ করেছিল। একাডেমিক কমিটির সুপারিশ মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়াও ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।’

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘র‌্যাগিংয়ের ঘটনা স্বাভাবিক নয়। অত্যন্ত খারাপ কাজ। এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/জেবি)