আশুলিয়ায় ছিনতাইয়ের শিকার নারী সাংবাদিক

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪০

গণবি প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে ছিনতাইয়ের শিকার হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের এক শিক্ষার্থী। তার নাম মুন্নি আক্তার। তিনি ঢাকাটাইমসহ কয়েকটি গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নবীনগরের নিরিবিলি যাওয়ার পথে তার ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ভ্যানেটি ব্যাগে থাকা দুইটি মোবাইল ফোন, টাকা, সংবাদপত্রের পরিচয়পত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল বলে জানান মুন্নি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাত ১০টায় তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর-১৩৯৮।

মুন্নি আক্তার জানান, ‘তিনি রিকশায় করে ঘোরাপীরের মাজার থেকে নিরিবিলি বাসায় যাচ্ছিলেন। নিরিবিলি পৌঁছানোর কিছু আগে একজন বাইক নিয়ে এসে তার হাতে থাকা ব্যাগটি খুব জোরে টান দেয়। ফলে হাতে ব্যথা পেয়ে ব্যাগটি ছেড়ে দিয়ে রিকশা থেকে পড়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করেন। তিনি বলেন, সন্ধ্যায় এমন ছিনতাইয়ের ব্যাপারটি সত্যিই অবাক করার মতো বিষয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, বেশ কিছুদিন এমন ঘটনা ছিল না। প্রায় দুই মাস পরে নিরিবিলিতে এমন ঘটনা ঘটল। তবে ঘটনাটি শোনার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

ওসি আরো বলেন, আগামী ২১ ফেব্রুয়ারির পর থেকে সাভার, আশুলিয়া, ধামরাইয়ে ছয়টি পুলিশ চেক পোস্ট বসানো হবে। কোনো মাইক্রোবাস চেক ছাড়া এই এলাকায় প্রবেশ করতে পারবে না। সন্দেহভাজন কোনো বাইক দেখলে চেক করা হবে।’

ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/ইএস