ভিয়েনার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৮

ঢাকা-ভিয়েনার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও সম্পর্ক বাড়াতে দেশটির সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চায় বাংলাদেশ। আর দেশটিও এ বিষয়ে আগ্রহী। তাই সরকারিভাবে এটা নিয়ে কাজ করে যাচ্ছে দেশটি।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ঢাকায় সফররত অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ‌বৈঠক শে‌ষে দুই মন্ত্রী সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এসব কথা ব‌লেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমরা ভিয়েনার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের বিষয়ে প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে অস্ট্রিয়া বলেছে, তারা এ বিষয়ে আমাদের সঙ্গে আছে। আশা করি খুব শিগগিরই এটার একটা সমাধান হবে।’

এ বিষয়ে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসি সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রিয়া ঢাকার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চায়। তাই অস্ট্রিয়া সরকারিভাবে এ বিষয়ে কাজ করছে। বলতে পারি, এটা অনেকটাই হওয়ার পথে।’

বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার প্রসঙ্গে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হিসেবে অস্ট্রিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানে একাধিকবার মিয়ানমারকে আহ্বান জানিয়েছে। এই সমস্যা সমাধানে সেসব দেশ বা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে যারা কি না তাদের সঙ্গে বিনিয়োগ করছে। আমি মনে করি, প্রত্যাবাসনে তাদের উচিত একসঙ্গে কাজ করা।’

এ সময় কারিন নেইসি রোহিঙ্গা প্রত্যাবাসনে তারা এককভাবে নয়, বরং সমষ্টিগতভাবে এ সমস্যার সমাধানের জন্য তাদের চেষ্টা অব্যাহত রাখবেন বলেও আশ্বাস দেন।

বৈঠক সম্পর্কে মোমেন বলেন, ‘বাংলাদেশের প্রচুর বিনিয়োগের প্রয়োজন আছে। অস্ট্রিয়া এ বিষয়ে বাংলাদেশকে অংশীদার হিসেবে সহায়তা করবে। তারা এখানে এসেছে আমাদের অংশীদার হতে এবং তাদের দক্ষ বিষয়গুলোতে বাংলাদেশকে সহায়তা করতে।’

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :