রোহিঙ্গা শিবিরে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২
ফাইল ছবি

টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে বন্যহাতির আক্রমণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ সেলিম (৩৫)।

বুধবার ভোরে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের ই-ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ই-ব্লকের আমির হোসনের ছেলে।

ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা শিবিরের কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, বুধবার ভোরে হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা শিবিরের ই-ব্লকে এলাকায় একদল বন্য হাতি প্রবেশ করে। হাতির একটি দল এক পর্যায়ে রোহিঙ্গা ক্যা¤েপর ভেতরে ঢুকে পড়লে ক্যা¤েপর বাসিন্দারা এদিক সেদিক পালাতে থাকেন। এ সময় বেশ ক'টি ঝুপড়িঘর তছনছ করে হাতির দল। হাতির আক্রমণে গুরুতর আহত হন সেলিম। পরে তাকে কক্সবাজারের স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

চাকমারকুল রোহিঙ্গা শিবিরের নেতা মোহাম্মদ জাবের বলেন, গত ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার পর পাহাড়ের তীরে আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক রোহিঙ্গা। পাহাড়ি এলাকার গাছ-পালা কেটে তারা গড়ে তুলেছে অসংখ্য বস্তি। এতে বাসস্থান ও খাবার সংকটে পড়ায় হাতির দল লোকালয়ে ঢুকে পড়েছে।

ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :