ফরিদপুরে পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

ফরিদপুরের নয়টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে পাঁচ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের কর্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মনোনয়নপত্র বাছাই শেষে এ তথ্য জানানো হয়।
বাছাইকালে চারটি উপজেলার মধ্যে পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এর মধ্যে আলফাডাঙ্গায় উপজেলা আ.লীগের সহ-সভাপতি আকরুমুজ্জামান শেখ ও স্বতন্ত্র প্রার্থী মো.আলম খানের মনোনয়ন বাতিল হয়েছে। ফলে এ উপজেলায় বর্তমানে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন। চরভদ্রাসনে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মো.ইলিয়াস বেগের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমানে নয়জন প্রার্থী রয়েছেন।
বাছাইকালে বাতিল হয়ে গেছে বোয়ালমারীতে স্বতন্ত্র চেয়রম্যান প্রার্থী নূর ইসলাম সিকদারের মনোনয়ন। এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমানে দুই জন প্রার্থী রয়েছেন।
সদরপুরের স্বতন্ত্র প্রার্থী আকতারুজ্জামানের মনোনয়নপত্রও বাতিল হয়েছে এ উপজেলায় বর্তমানে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন তিনজন।
এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবউল ইসলাম বলেন, মনোনয়নপত্র পূরণে অসংগতি, অস্পূর্ণতাসহ বিভিন্ন কারণে ওই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।
ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/ইএস
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

নড়াইলে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

পাবনায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি

গাজীপুরে ঠিকাদারদের হুঁশিয়ারি স্থানীয় সরকার মন্ত্রীর

পাথরঘাটায় নির্বাচনী সহিংসতায় পুলিশ-সাংবাদিকসহ আহত শতাধিক

পাবনায় নাগরিক মঞ্চ সমর্থিত মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষের শেষকৃত্য সম্পন্ন

ঝিনাইদহে স্বর্ণালঙ্কার ছিনতাইসহ ২০০ বাঁশ কাটার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় একজন নিহত
