আগুনে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ  আগুনে অন্তত ৭০জনের  মরদেহ  উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরর বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশেরি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।।

অগ্নিকাণ্ডে হতাহতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ।

বৃহস্পতিবার সকালে এক শোক বার্তায় রাষ্ট্রপতি এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা  করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের সুস্থতাও কামনা করেন তিনি।

তিনি এ  ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান।

সাবেক রাষ্ট্রপতি ও বর্তমানে সংসদে বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদও এই অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।